মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে ধানসিঁড়ি নদীতে মাছের পোনা অবমুক্ত, ধানসিড়ি নদীর তীরে গাছের চারা রোপন, নদীর প্লাস্টিক বজ্য পরিষ্কার ও ধানসিড়ি নদী রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর পিংড়ি গ্রামের ধানসিঁড়ি নদীতীরে অবস্থতি কবি জীবননান্দ দাস স্মৃতি সংগ্রহশালা ও পাঠাগার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ নদী বন্ধু সমাজ বরিশাল বিভাগীয় ও ঝালকাঠি জেলা কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রাণকৃষ্ণ বিশ্বাস, সহ সভাপতি সাংবাদিক দেবদাস মজুমদার, সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, অর্থ সম্পাদক সুপ্রভাত মজুমদার, বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন খান, সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন খান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রহিম রেজা, সহ সভাপতি মো: ইলিয়াস মিয়া, যুগ্ম সম্পাদক মো মজিবুর রহমান, ঝালকাঠি জেলা সভাপতি মো: আমিনুল ইসলাম, সহ সভাপতি আলমগীর শরীফ, সম্পাদক মো: আবুবকর সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মো: আরিফ হোসেন, সালমা আলমগীর, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রিগান হোসেন ও সাজ্জাদ হোসেন প্রমুখ। কর্মসূচিতে সুধীজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/