রাজধানীর জুরাইনে মুরাদপুর এলাকায় ছুরিকাঘাতে শিক্ষার্থীসহ দুইজন আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জুরাইন মুরাদপুর হাই স্কুল রোড এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতরা হলেন— কলেজছাত্র সিয়াম সরকার (১৮) ও তার বন্ধু ইব্রাহিম (১৯)।
হাসপাতালে আহতদের অপর বন্ধু মো. ইমন জানান, মুরাদপুর শিশু কবরস্থানের সামনে অবস্থানরত অবস্থায় এলাকার মাদকাসক্ত আব্দুর রহমান নামে এক যুবক তাদের দুজনের কাছ থেকে মোবাইল টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তারা বাধা দিলে সুইস গিয়ার দিয়ে আব্দুর রহমান, সিয়াম ও ইব্রাহিমকে আঘাত করে। পরে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত সিয়াম স্থানীয় একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জানান, একটি মারামারির ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/