টিপু সুলতান, ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে জ্বিনের বাদশা পরিচয়ে প্রতারক চক্রের মূলহোতা মাজেদুলকে গ্রেফতার করেছে র্যাব-৬।
মঙ্গলবার সকালে শহরের আরাপপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাজেদুলের বাড়ি সদর পৌরসভার ভুটিয়াগাতি গ্রামে।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে প্রতারক চক্রের মুলহোতা জ্বীনের বাদশা মাজেদুল শহরের আরাপপুরে অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রতারক মাজেদুল সদর উপজেলার হরিপুর গ্রামের নাসির উদ্দিনের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলেন। এরপর নাসিরের পুকুরে পিতলের কলসির মধ্যে কোটি টাকার মূল্যের সম্পদ আছে বলে জানায়।
জিনের মাধ্যমে সম্পদ তুলে দেয়ার প্রলোভন দেখিয়ে মাজেদুল ও তার সহযোগীরা কৌশলে নাসিরের কাছ থেকে ৭ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
নাসির প্রতারনার বিষয়টি বুঝতে পেরে টাকা ফেরত চাইলে প্রতারকরা তাকে বিভিন্ন ভাবে হুমকি দেয়। পরে ভুক্তভোগী নাসির সদর থানায় একটি প্রতারনা মামলা করে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/