শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সপ্তপদী মার্কেটে মোবাইল মেরামত নিয়ে দ্বন্দ্বের জের ধরে আশিক হোসেন(২৫) নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
বুধবার ১৫ মার্চ সন্ধ্যা ৭টার দিকে বগুড়া শহরের সাতমাথায় সপ্তপদী মার্কেটের ভিতরে এ ঘটনা ঘটে।
আহত অাশিক বগুড়া শহরের নাটাই পূর্বপাড়া এলাকার আব্দুল ওয়াজেদের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর ফাঁড়ি থানার এসআই খোরশেদ আলম।
এসআই খোরশেদ আলম বলেন,সন্ধ্যা ৭ টার দিকে বগুড়া সপ্তপদী মার্কেটে করিমের দোকানে মোবাইল মেরামত করা নিয়ে দ্বন্দ্বের জেরে দুর্বৃত্তরা আশিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে আহত অবস্হায় আশিককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতসলে ভর্তি করানো হয়। বর্তমানে আশিক সেখানেই চিকিৎসাধীন আছেন।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এঘটনার সঙ্গে জড়িত সবাই পলাতক আছে। তবে তাদেরকে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/