ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এই এলাকায় থেমে যানবাহন চলছে। এতে ভোগান্তিতে পেড়েছেন যাত্রী ও চালকরা।
বৃহস্পতিবার ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছেন এলেঙ্গা হাইওয়ে থানার ওসি জাহিদ হাসান।
তিনি জানান, অতিরিক্ত যানবাহনের চাপের পাশাপাশি চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণেও যানজট তৈরি হচ্ছে। তিনি বলেন, ‘মধ্য রাত থেকে যানবাহনের চাপ বেড়ে যায়।’
মহাসড়কের এলেঙ্গা এলাকায় বাসের চালকরা জানান, পৌলি থেকে এলেঙ্গা দেড় কিলোমিটার সড়ক আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে। সামনের দিকের গাড়ি টানছে না।
ওসি জাহিদ হাসান বলেন, আমরা সড়কে দায়িত্ব পালন করছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/