তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলায় শতভাগ মেধা ও যোগ্যতায় এবং স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়, এতে ৭৩ জন চুড়ান্তভাবে মনোনীত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক 'স্মার্ট বাংলাদেশ ২০৪১' রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে 'স্মার্ট পুলিশ' অভিপ্রায়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ পুলিশ।
এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি জেলা পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান গতকাল ১৫ ইং তারিখে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন।
মেধা ও যোগ্যতার ভিত্তিতে ফরিদপুর জেলা হতে ১৬২ জন এর মধ্যে ৬২ জন পুরুষ ও ১১ জন নারী প্রার্থীকে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দিলেন।
নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি অংশগ্রহণকারী সকল কৃতকার্য প্রার্থীদেরকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, কনস্টেবল রিক্রুটমেন্ট পরীক্ষার পুরো প্রক্রিয়াটি ডিজিটালাইজড ভাবে অনলাইনে সম্পন্ন করতে হয় বিধায় প্রক্রিয়াটি শতভাগ নির্ভুল এবং ধাপে ধাপে এমন সিস্টেমেটিক ডিজাইনে স্তরে স্তরে সাজানো যে, শুধুমাত্র মেধাবী, যোগ্য ও শারীরিক ভাবে প্রার্থীরাই উর্ত্তীন হতে পারে, অন্য কেউ নয়।
চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান পুলিশ সুপার।
এসময় কৃতকার্য সকল প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন ফি বাবদ নেওয়া ১২০/- টাকা ফেরত প্রদান করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/