টিপু সুলতান, ঝিনাইদহ প্রতিনিধি: বাজারে মুরগির দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। রাত পোহালেই মানুষের আয় না বাড়লেও মুরগির দাম বাড়ছেই। গত ৪ সপ্তাহ ধরে মুরগির বাজারে নৈরাজ্যকর পরিস্থিতি।
পোলট্রি সংশ্লিষ্টরা বলছেন সিন্ডিকেটের কারণেই এ অবস্থার তৈরী হয়েছে। এই অবস্থা অব্যাহত থাকলে ব্যবসা টেকানো যাবে কি না, এ নিয়ে বড় ধরনের শঙ্কায় পড়েছেন পোলট্রি খামারিরা।
পোলট্রি খামারি দেলোয়ার হোসেন জানান, মাত্র ৪ সপ্তাহ আগেও খামার থেকে ১ কেজি পোলট্র্রি মুরগি ১১০ টাকা বিক্রি হয়ে খুচরা বিক্রি হয়েছে ১৩০ টাকা কেজি দরে । কিন্তু এখন ২৫০ টাকা একরেটে বিক্রি করছে খুচরা বিক্রেতারা।
এমন অস্থিতিশীল বাজার তারা আগে কখনও দেখেনি। তাদের অভিযোগ বড় কোম্পানি যদি খাবার ও মুরগির বাচ্চার দাম কম রাখতো তবে এমন পরিস্থিতি তৈরীর সুযোগই ছিল না ।
তারা আরো জানান, বর্তমানে সোনালী মুরগি পাইকারি কেনা হয় ৩১০ টাকা, খুচরা বিক্রি হয় ৩৩০ টাকায়। পোলট্র্রি মুরগি কেনা হয় ২১০ থেকে ২১৫ টাকায়, খুচরা বিক্রি ২৫০ টাকা কেজি। মুলত বাজার নিয়ন্ত্রণ করছে বড় বড় কোম্পানিরা।
মাত্র দুই মাস আগে এক বস্তা (৫০ কেজি প্যাকেট) খাবারের দাম ছিল যেখানে দুই হাজার থেকে ২২শ টাকা, সেখানে বর্তমান বাজার ৩ হাজার ৫শ থেকে ৩৬শ টাকায় কিনতে হচ্ছে।
জেলা প্রানি সম্পাদ অফিসার মনোজিৎ কুমার সরকার অভিযাগ করে বলেন, দাম বাড়িয়েছে মুলত সিন্ডিকেট করে ব্যবসায়ীরা। যারা দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে কঠোর বব্যবস্থা নেওয়া হবে । তবে রমজানে আর দাম বাড়বে না বলেও তিনি জানান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/