ইবি প্রতিনিধি: কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩’তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
এছাড়াও দিবসটি উপলক্ষে পুষ্পার্ঘ অর্পণ, ক্যাম্পাসে বৃক্ষরোপণ, আনন্দ মিছিল’সহ নানা কর্মসূচি পালন করে সংগঠনটি।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সংগঠনটির দলীয় টেন্টে কেক কেটে ১০৩’তম জন্মদিন পালন করে ছাত্রলীগ। এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে থেকে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া’সহ প্রমুখ।
এদিকে সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে ছাত্রলীগের বিভিন্ন স্তরের প্রায় কয়েকশো নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে, বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন উপলক্ষে ক্যাম্পাসে আনন্দ মিছিল ও মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ক্যাম্পাস প্রাঙ্গণে গাছ লাগানো হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/