শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি:বগুড়ার আদমদীঘি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাটোর -৫ র্যাবের একটি টিম।
শনিবার(১৮ মার্চ) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ নাটোরের একটি টিম বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির হাসপাতালে গেটের সামনে চেকপোস্ট বসিয়ে গাড়ি করে।এসময় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ৪ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসারীরা হলেন- চাঁদপুর জেলার মতলব উপজেলাধীন ডিঙ্গাডাঙ্গা গ্রামের মোঃ মিজানুর রহমান স্ত্রী মোছাঃ শামসুন্নাহার(৪৮) ও গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরাম কান্দি গ্রামের মুছা শেখের স্ত্রী মোছাঃ রুবি আক্তার(৪৫)। তারা নারায়নগঞ্জ সদরে পৃথক পৃথক দুটি ভাড়া বাসায় থাকেন।
রোববার বেলা ১১টায় নাটোর র্যাব-৫ সিপিসি এর সিনিয়র এ এসপি রফিকুল ইসলাম এক প্রেস বিফ্রিংয়ে জানান,শনিবার ঢাকা থেকে কোচে নওগাঁর উদ্দেশ্য বিপুল পরিমান মাদকদ্রব্য আসছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি অভিযানিক দল বগুড়ার আদমদীঘি থানা পুলিশের সহযোগিতায় সন্ধ্যার পর বগুড়া- নাটোর মহাসড়কের আদমদীঘি হাসপাতালের সামনে চেকপোস্ট বসানো হয়। এসময় তল্লাশি কালে রাত ৮ টার দিকে ঢাকা (মেট্রো-ব-১৪-৪০৬০) নম্বরের একতা বাস তল্লাশি করে উল্লিখিত দুই নারীকে গ্রেফতার করা হয়।
এসময় শামসুন্নাহার নামের এক নারীর বডি ফিটিং অবস্থায় ৪ কেজি গাঁজা, ৩টি মোবাইল ফোন ও নগদ এক হাজার ২০০ টাকা উদ্ধার পূর্বক জব্দসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এরপর গাজাঁসহ দুই নারী মাদক ব্যবসায়ী শামসুন্নাহার ও রুবির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আদমদিঘী থানা হস্তান্তর করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল করিম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আজ রোববার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/