রেলওয়ে বিটে কর্মরত সাংবাদিকদের অবাধ তথ্যপ্রবাহ ও সংবাদপ্রাপ্তির অধিকার সমুন্নত রাখতে বাংলাদেশ রেলওয়ে রিপোর্টার্স ফোরামের (বিআরআরএফ) আত্মপ্রকাশ ঘটেছে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে রেলভবনে রেল বিটে কর্মরত সাংবাদিকবৃন্দ এক বৈঠকে মিলিত হন।
এই বৈঠকে দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার এন রায় রাজাকে আহবায়ক করে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ রেলওয়ে রিপোর্টার্স ফোরাম-এর ১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে পিনাকি দাস গুপ্ত (ইত্তেফাক) ও মাহফুজুর রহমান ( চ্যানেল ২৪) যুগ্ম আহবায়ক করা হয়। উবায়দুল্লাহ বাদলকে (আজকের পত্রিকা) সদস্য সচিব, এবং আরেফিন মাসুদকে ( বিটিভি) যুগ্ম সচিব পদে নির্বাচিত করা হয়।
আহবায়ক কমিটির নির্বাহী সদস্যবৃন্দ হলেন, নিজামুল হক বিপুল (ঢাকা প্রকাশ), আমিনুল হক ভুইয়া ( একুশের সংবাদ.কম), রফিকুল ইসলাম সবুজ ( সময়ের আলো), আদিত্য আরাফাত (ডিবিসি নিউজ) মো: রেজাউর রহিম ( ভোরের আকাশ) তারেক সিকদার (বৈশাখী টিভি) মনিরুল মিল্লাত (৭১ টিভি), কাজী মোবারক হোসেন (বিডি নিউজ ২৪ ডট কম), আক্তারুজ্জামান (বাংলাদেশ প্রতিদিন) ঝর্ণা রায় ( সারা বাংলা) একলাছ হক (ইনকিলাব), আল হেলাল শুভ (বৈশাখী নিউজ২৪.নেট) নিশাত বিজয় ( বাংলা নিউজ ২৪) এবং সানমুন আহমেদ (দেশ রূপান্তর)।
একইসাথে কিশোর কুমার (প্রভাতী খবর) মশিউর রহমান (দৈনিক আনন্দ বাজার) ও আসাদুজ্জামান বিকুকে (দৈনিক পূর্বাঞ্চল) উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়।
কমিটি শিগগির একটি পূর্নাঙ্গ কমিটি নির্বাচন করবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/