প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ময়মনসিংহ জেলার গৌরীপুরের কৃতিসন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি সনজিত চন্দ্র দাস।
গতকাল মঙ্গলবার (২১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সনজিত চন্দ্র দাসকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৯ ভুক্ত ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলের সর্বোচ্চ ধাপ অর্থাৎ ৫৩ হাজার ৬০ টাকা নির্ধারিত বেতনে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার পদে নিয়োগ প্রদান করা হলো।
বর্তমান কমিটির আগের কমিটিতে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন সনজিত।
২০১৮ সালের জুলাই মাসে ঢাবি ছাত্রলীগের দায়িত্বে আসেন তিনি। সনজিত ঢাবির আইন বিভাগের ৩৭ ব্যাচের ছাত্র ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/