মোঃ আরিফ হোসাইন, জবি প্রতিনিধি: ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন জবি শিক্ষার্থী অর্ণব দাস। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের এবং নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
তিনি ঢাকার বাড্ডা এলাকায় বসবাসকারী পিতা - ইন্দ্রজিত দাস এবং মাতা - মৃত পারুল দাসের চতুর্থ সন্তান। ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে তিনি সনাতন (হিন্দু) ধর্মালম্বী ছিলেন।
১২ই মার্চ (২০২৩) আনুষ্ঠানিকভাবে তিনি ঢাকায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে হাজির হয়ে হলফনামায় স্বাক্ষরের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ইসলাম গ্রহণের পর তিনি পূর্বের নাম অর্ণব দাস পরিবর্তন করে 'আহমাদ কাবির' রাখেন।
তিনি বলেন- আমি হিন্দু পরিবারের জন্মগ্রহণ করি। ২০১৬ সালে আমার মেজ বোন ইসলাম ধর্ম গ্রহণ করে, এবং এই বিষয়টি আমাকে দারুন ভাবে কৌতুহলি করে তোলে।
তাই আমি তার ইসলাম ধর্ম গ্রহণের কারণ অনুসন্ধান করার চেষ্টা করি। আমার বোনের উৎসাহে আমি ইসলাম ধর্মের বিভিন্ন বই পড়তে শুরু করি।
ধীরে ধীরে ইসলাম ধর্মের রীতি নীতির উপর আমার ভালোবাসা ও বিশ্বাস তৈরি হতে থাকে। এ সময় আমি বই পড়ার পাশাপাশি ইসলামিক স্কলারদের বক্তব্য এবং ওয়াজ শুনতে থাকি।
ডা. জাকির নায়েক এবং মিজানুর রহমান আযহারী সাহেবের অনেক বক্তব্য আমি অনেক বেশি শুনতাম। এছাড়াও আমি ইসলাম ধর্মের অনুসারীদের সাথে চলাফেরা করে তাদের আচার আচরণে মুগ্ধ হতে থাকি এবং পরকালের কথা চিন্তা করে ইসলাম ধর্ম গ্রহণের পূর্বেই লুকিয়ে নামাজ আদায় করি।
হঠাৎ একদিন ঘুমের মধ্যে নিজেকে নামাজরত অবস্থায় দেখে ভাবতে থাকি আমার হেদায়েত গ্রহণে দেরি হয়ে যাচ্ছে না-তো?
তাই আর দেরি না করে মার্চের ১০ তারিখ বেরাইদ পূর্বপাড়া জামে মসজিদে উপস্থিত সকলের সামনে কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করি।
ধর্মান্তরিত হওয়ার কারণে আমি পরিবার থেকে একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ি।
বর্তমানে এলাকার বড় ভাই, স্থানীয় সুধীজন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদের সহায়তায় বন্ধুদের সাথে বসবাস করছি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/