তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে মৎস্য অধিদপ্তরের অধীনে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয় কর্তৃক ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে জাটকা আহরণে বিরত জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নির্বাচিত নিবন্ধিত জেলে কার্ডধারী মৎসজীবীদের মধ্যে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সদর উপজেলা পরিষদ চত্বরে বকনা বাছুর বিতরণ করেন সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর সভাপতিত্বে উক্ত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার। এ সময় সরকারি বিভিন্ন দপরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/