সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধিঃ সিংগাইরে সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. লুৎফর রহমান এবং সিংগাইর উপজেলা যুবলীগ এবং ছাত্রলীগের সাবেক সভাপতি জুনিয়র আইনজীবি মো. মনির হোসেন গুরুতর আহত হয়েছেন।উভয়েই বতর্মানে সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (৪ এপ্রিল ) বিকেল সাড়ে ৩ টার দিকে মরণ ফাঁদ নামের হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর পৌর সদরের গোবিন্দল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জ কোর্টে পেশাগত দায়িত্ব পালনশেষে অ্যাড. মো.লুৎফর রহমান তার ব্যক্তিগত প্রাইভেটকারটি নিজেই ড্রাইভ করে শিক্ষানবিশ আইনজীবী মো. মনির হোসেনকে সঙ্গে নিয়ে সিংগাইরে নিজ বাসায় ফিরছিলেন।
পথিমধ্যে গোবিন্দল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের দক্ষিণ পাশের খালে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা দুজনই মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহতদের অবস্থা গুরুতর হওয়ায় পরে সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। দুজনের মধ্যে মনির হোসেনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় বতর্মানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সেইসাথে অ্যাড. মো. লুৎফর রহমানের চিকিৎসা ও চলছে
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/