সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : ২৪ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে গেলেন সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত শিক্ষানবিশ আইনজীবি, সোলারিয়াম একাডেমির পরিচালক ও সিংগাইর উপজেলা যুবলীগ এবং ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মনির হোসেন (৪৭)।
সে উপজেলার চান্দহর ইউনিয়নের মানিকনগর গ্রামের মৃত ছফর উদ্দিনের পুত্র । মৃত্যুকালে তিনি এক কন্যা শিশু , স্ত্রী ও মাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
বুধবার (৫ এপ্রিল ) বিকেল সাড়ে ৪ টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল ) বিকেল সাড়ে তিন টার দিকে মানিকগঞ্জ কোর্টে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর পৌর সদরের গোবিন্দল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে প্রাইভেটকার দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন।
তার সঙ্গে আহত হন মানিকগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ লুৎফর রহমান। মনির হোসেনের মৃত্যুতে এলাকায় বইছে মাতম।
মনির হোসেনের মৃত্যুতে মানিকগঞ্জ -০২ আসনের এমপি মমতাজ বেগম, আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল, সিংগাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান শহিদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল, সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও আওয়ামীলীগ এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/