আসিব হাসান,ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে গ্যারেজের পাশে খোঁলা আকাশের নিচে নষ্ট হচ্ছে কোটি টাকার গাড়ী।
একসময় শিক্ষকদের পরিবহনের জন্য ব্যবহৃত ধানসিঁড়ি এসি বাসটি ছিলো বিশ্ববিদ্যালয়ের বিলাসবহুল বাসগুলোর মধ্যে অন্যতম যা এখন দীর্ঘদিন ধরে খোঁলা আকাশের নিচে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
পরিবহন পুল সুত্রে জানা যায় ধানসিঁড়ি বাসটির বড় একটা যন্ত্রাংশ নষ্ট হয়ে যাওয়ায় বাসটি এখন অকেজো অবস্থায় পড়ে আছে।
ধানসিঁড়ি বাসের পাশেই অব্যবহৃত অবস্থায় পড়ে আছে প্রায় কোটি টাকা মূল্যের একটি পাজারো গাড়ীও।দীর্ঘদিন ধরে অব্যবহৃত এই গাড়িগুলো খোলা আকাশের নিচে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজছে।
গাড়িগুলোকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করার কারণে বডি, ইঞ্জিন সহ প্রয়োজনীয় যন্ত্রাংশ নষ্ট হচ্ছে।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমাল বলেন-
বিশ্ববিদ্যালয় প্রসাশন মাঝে মধ্যে নতুন বাস কিনে শিক্ষার্থীদের আইওয়াশ করলেও পুরাতন বাসগুলো মেরামতে কোনো কার্যকর ভূমিকা গ্রহণ করে না ফলে শিক্ষার্থীদের পরিবহন সমস্যার কোনো সমাধান হয় না।
একই বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম আবীর বলেন, কয়েক হাজার শিক্ষার্থীদের জন্য অতি অল্প সংখ্যক বাস থাকে যা যথেষ্ঠ নয়; অনেক শিক্ষার্থীরা দাঁড়িয়ে এবং ঝুলে ঝুলে যায়।
আশে পাশের কোন জেলায় বাস সার্ভিস নেই। এরকম অবস্থায় এত মূল্যের বাস এবং গাড়ি ফেলে রাখা আসলেই ঠিক না। ধানসিড়ি এই গাড়িটা যদি সম্ভব হয় মেরামত করে আশে পাশের রুটেও দেয়া যায়। শুধু তাই না- বরিশাল বিশ্ববিদ্যালয় এর বাস সার্ভিস এ প্রচুর সমস্যা রয়েছে- ড্রাইভারদের বাজে ব্যবহার, বাসে ফ্যান নেই, বি আর টি সি বাস এর নেই ফিটনেস।এসকল সমস্যা দ্রুত সমাধান করা প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ম্যানেজার জনাব মোঃ মেহেদী হাসান বলেন-
ধানসিঁড়ি বাসটির একটি বড় যন্ত্রাংশ নষ্ট হয়ে যাওয়ায় বাসটি মেরামতের প্রক্রিয়াধীন আছে,আমরা ইতোমধ্যে চিঠি দিয়েছি কিন্তু ঢাকার বাইরে হওয়ায় একটি সংস্থা মেরামত করতে পারবেনা বলে প্রতিত্তরে জানিয়েছে,আমরা যোগাযোগ করছি,মেরামতের জন্য ইউজিসির অনুমোদন এর কিছু বিষয় আছে,অনুমোদন পেলে যতদ্রুত সম্ভব বাসটির যন্ত্রাংশ পরিবর্তন করা হবে।
পাজারো গাড়ীর জানতে চাইলে তিনি বলেন, এই গাড়ীটি আমাদের পরিবহন পুলের কোনো গাড়ী নয়,গাড়ীটি প্রকল্পের গাড়ী।প্রকল্পের গাড়ী হওয়ায় বর্তমানে গাড়ীটি অব্যবহৃত অবস্থায় আছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/