মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বাবার মোটরসাইকেল থেকে পড়ে মেয়ে বেবি খাতুনের (৩৫) মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেবি খাতুন উপজেলার রায়পুর গ্রামের রহিম উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, বেবি খাতুন তার বাবার সাথে মোটরসাইকেল চড়ে রায়পুর থেকে কাজীপুর যাচ্ছিলেন।
এ সময় জোড়পুকুর নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলের পিছন থেকে বেবী খাতুন রাস্তায় পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘনস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/