বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘জোর করে আমি এই শেষ বয়সে নির্বাচিত হতে চাই না। আপনারা ভোট কেন্দ্রে যাবেন। যদি আমাকে পছন্দ হয় ভোট দিবেন। দুই প্রার্থীকে দুই পাল্লায় দাঁড় করাবেন। এরপর যাকে যোগ্য মনে হবে তাকে আপনারা ভোট দিবেন।’
বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, '৭০-এ বঙ্গবন্ধুর পক্ষে যেমন গণজোয়ার হয়েছিল, এবারো শেখ হাসিনার নেতৃত্বে ভোলাতে গণজোয়ার হবে।’
৭০-এর মতো এবারো আওয়ামী লীগের গণজোয়ার হবে বলেও জানান তিনি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/