শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ মোঃ ওমর ফারুক ওরফে তোতা(৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (০৮ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮ (আট) কেজি গাঁজাসহ মোঃ ওমর ফারুক ওরফে তোতাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতসরকৃত ওমর ফারুক ওরফে তোতা বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন ডোমার পুকুর ঠিকাদার পাড়া গ্রামের মোঃইউনুস আলীর ছেলে। জেলা পুলিশ এক প্রেস রিলিজের মাধ্যে এ সব তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস রিলিজে জানানো হয়, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী মহোদয়ের নির্দেশনায় বগুড়া জেলায় মাদক বিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হয়ে আসছে।
এরফ ধারাবাহিকতায় শনিবার রাত ২১.৩০ ঘটিকায় শাজাহানপুর থানা পুলিশের একটি টিম উপজেলার সাজাপুর মসজিদ পাড়া গ্রামস্হ কাঁচা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ ওমর ফারুক ওরফে তোতাকে ছোট পিকআপ যাহার রেজি নং সিরাজগঞ্জ ন-১১-০০৩৩ এর মধ্যে তল্লাশি করে ৮ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জেলানী জানান,গ্রেফতারকৃত ওমর ফারুক ওরফে তোতার বিরুদ্ধে থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, আসামীর বিরুদ্ধে ইতিপূর্বের আরো দুটি মাদক মামলা রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/