সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি :মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৯এপ্রিল) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার চরচামটা গ্রামের সুমন, গোবিন্দল গ্রামের দেলোয়ার হোসেন ও আব্দুল মালেক।
ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সিংগাইরে পৃথক দুইটি অভিযান চালিয়ে গাজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৩২ হাজার টাকা। এ ঘটনায় মাদক আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/