সোহরাব হোসেন ,সিংগাইর প্রতিনিধি : পারিবারিক কলহের জের ধরে একই ঘরে ঘুমিয়ে থাকা বড় ভাই আবু রায়হান ফকিরকে (২৬) জবাই করে হত্যা করলেন তারই সহোদর রোমান ফকির (২৪)।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
খুন হওয়া আবু রায়হান ও ঘাতক রোমান ওই গ্রামের শাহজাহান ফকিরের ছেলে। আবু রায়হান স্থানীয় একটি সমবায় সমিতিতে চাকরি করতেন। হত্যাকান্ডের পর থেকেই ঘাতক রোমান পলাতক রয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রাতে একই ঘরে তিন ভাই- আবু রায়হান , রোমান ও জামান (১৮) শুয়ে পড়েন।
এর মধ্যে বড় ভাই আবু রায়হান ও ছোট ভাই জামান ঘুমিয়ে পড়েন। সুযোগ বুঝে মেঝো ভাই রোমান তার বড় ভাইকে ধারালো চাকু দিয়ে জবাই করে।
এ সময় আবু রায়হানের ছটফট শব্দে ছোট ভাই জামানের ঘুম ভেঙ্গে যায়। বড় ভাইকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন।
তার চিৎকারে পাশের ঘরে থাকা বাবা শাহজান ফকির এগিয়ে এলে দরজা খুলে ঘাতক রোমান পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় আবু রায়হানকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোঘণা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, তিন ভাইয়ের মধ্যে ঘাতক রোমান প্রায় ৫ বছর লেবানন ছিলেন। দু’বছর আগে দেশে ফিরেন। বছর খানেক আগে রোমান পার্শ্ববর্তী ধল্লা ইনিয়নের মেদুলিয়া গ্রামে বিয়ে করলেও বউ তুলে আনেননি।
বাকি দু’ভাই অবিবাহিত। বেশ কিছুদিন ধরে প্রবাস থেকে রোমানের পাঠানো টাকা পয়সা নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল।
এরই জেরে এ হত্যাকান্ড। পুলিশ সুরতহাল রিপোর্টশেষে সোমবার (১০ এপ্রিল) লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছেন। থানায় মামলার প্রস্তুতি চলছে।
খবর পেয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম ও এএসপি (সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল-ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের পরিবারে বইছে মাতম। রোমানকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে বলে ওসি জানান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/