রাজধানীর চকবাজারে ৫ তলা ভবনের ৫ তলায় একটি সিরামিক গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বেলা পৌনে ১১টায় আগুনের খবর পেয়ে সেখানে ৭টি ইউনিট পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশের একটি ভবনের পঞ্চম তলায় অবস্থিত একটি সিরামিক গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/