পটুয়াখালী প্রতিনিধি: কুয়াকাটায় ফ্রিজ স্থানান্তর করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক আকন (৫০) নামে এক খাবার হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে কুয়াকাটার আবাসিক হোটেল সি-ক্রাউনের পাশের খাবার হোটেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক আকনের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায়।
মহিপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারুক তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ধোয়া-মোছার কাজ করছিলেন। এ সময় ফ্রিজটি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। উপস্থিত লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের জানান, সুরতহাল সম্পন্ন করে নিহতের লাশ পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/