রাজধানীর বিমানবন্দর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মো. মোতালেব হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল দশটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ক্যাম্পের কনস্টেবল মমিনুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয় লোকজনের মুখে জানতে পারি নিহত ব্যক্তি সকালে রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার গুলমান গ্রামের বেলায়েত হোসেনের সন্তান। নিহত পেশায় রংমিস্ত্রি ছিলেন বলে আমরা জানতে পেরেছি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/