রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে।
ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করতে চেষ্টা চালাচ্ছেন ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা যায়, ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনে আগুন জ্বলছে।
প্রচণ্ড ধোয়া তৈরি করেছে। এর মধ্যেও মার্কেটের ব্যবসায়ীরা ভেতরে ঢুকছেন মালামাল বের করার জন্য।
এক দোকানি গণমাধ্যমকে জানান, মার্কেটের দ্বিতীয় তলায় তাদের আন্ডার গার্মেন্টসের দোকান। জীবনের ঝুঁকি নিয়ে তিনিসহ দোকানের কর্মচারীরা মালামাল বের করে নিয়ে আসছেন। এখনও সব মালামাল নিয়ে আসা সম্ভব হয়নি।
তিনি বলেন, ভেতর অনেক আগুন, মার্কেটের অধিকাংশ দোকান পুড়ে যাবে। নিচতলায় এবং প্রথম ও দ্বিতীয় তলার সিঁড়ির কাছাকাছি থাকা দোকানগুলোর মালামাল শুধু বের করা সুযোগ পাইছি। বাকি দোকানের মালামাল বের করার সুযোগ হচ্ছে না।
আরেকজন দোকানদার জানান, ব্যবসায়ীদের ওপরে খড়ক নেমেছে। আমরা কী করবো? কোথায় যাবো? কীভাবে ব্যবসা করবো? কীভাবে পেট চলবে আমাদের? আগুনে তো সব শেষ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/