বিএনপি বারবার নালিশ করে বলেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বিদেশিদের কাছে নালিশ না করে বিএনপিকে ভোটারদের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
ড. মোমেন বলেন, বিদেশীদের কাছে গিয়ে কোনো লাভ নেই। তার চেয়ে তৃণমূলের কাছে যাওয়া উচিৎ। তারা ভোট দেবে। বিদেশিরা তো কোনো ভোট দেবে না। তাই বিদেশিদের কাছে কোনো নালিশ টালিশ করে কোনো লাভ নেই।
যুক্তরাষ্ট্র সফরে দেশটির সাথে নির্বাচনকালীন সরকার নিয়ে কোন আলোচনা হয়নি বলেও জানান তিনি।
রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে মন্ত্রী জানান, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
ওয়াশিংটন মনে করে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে ঢাকা। সব দলের অংশগ্রহণ নিশ্চিতে দেশটির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
এসময় তাদের আশ্বস্ত করা হয়েছে নির্বাচন কমিশন স্বাধীন, তারাই এ বিষয়ে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। এদেশে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের কোন প্রশ্ন নেই বলেও জানান এ কে আব্দুল মোমেন।
আজ মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির'র নেতাদের সাক্ষাৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদেশীদের কাছে নালিশ করার এই প্রবণতা দু:খজনক।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/