বানারীপাড়া প্রতিনিধি: বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সকলকে পবিত্র ঈদুর ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার বাঘ শের-ই-বাংলা এ কে ফজলুল হকের সুযোগ্য নাতি শের-ই-বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি'র সদস্য এ কে ফাইয়াজুল হক রাজু।
বুধবার (১৯ এপ্রিল ) ঢাকা তার অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় এ.কে.ফাইয়াজুল হক রাজু বলেন, ‘প্রিয় বানারীপাড়া-উজিরপুরবাসী, আসসালামু আলাইকুম। মাসব্যাপী সিয়াম সাধনার পর বছর ঘুরে আবারও আমাদের মধ্যে ফিরে এলো শান্তি, সাম্য ও সম্প্রীতির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
রমজানের শিক্ষা হলো ধৈর্য, সংযম ও সহনশীলতা। এ ঈদে আমরা সবাই রমজানের সেই তাৎপর্য পরিপূর্ণভাবে ধারণ করে ঈদ আনন্দে করে থাকব। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনদের সঙ্গে আমাদের ঈদ আনন্দ ভাগাভাগি করবো।
দোয়া করি দুই উপজেলার মানুষ দুঃখ কষ্ট ভুলে সুখে শান্তিতে থাকুক। সকলের ঈদ হোক নিরাপদ, ঈদ হোক আনন্দের। পরিশেষে আমি সবার সুস্থতা কামনা করছি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/