যুক্তরাষ্ট্রে প্রতি সপ্তাহে একটি করে বন্দুক হামলার ঘটনা ঘটছে। চলতি বছর এ হামলার ঘটনায় রেকর্ড করতে যাচ্ছে দেশটিতে।
সম্প্রতি সংবাদমাধ্যম এপি, ইউএস টুডে ও নর্থ- ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বের হয়ে আসে এ তথ্য।
এতে বলা হয়, দেশটিতে গেল ১১১ দিনে ১৭টি হামলার ঘটনা ঘটেছে। আর এসব হামলায় নিহত হয়েছে অন্তত ৮৮ জন।
এ অবস্থা চলতে থাকলে এ বছর হামলার ঘটনা রেকর্ড ছাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বেশ কিছু অঙ্গরাজ্য হামলা ঠেকাতে অস্ত্র নিয়ন্ত্রণ আইন জারি করলেও জাতীয় পর্যায়ে কোনো পদক্ষেপ নেই বলে জানান তারা।
গেল বছর প্রেসিডেন্ট জো বাইডেন অস্ত্র বিক্রিতে বয়স বেধে দিয়ে বন্দুক সহিংসতা বিল পাস করেন। যা প্রকৃতপক্ষে কোনো কাজে আসেনি বলে মনে করেন তারা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/