গাউছ-উর রহমান, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসারে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মহিলা ও শিশুসহ ২০ জন আহত হয়েছেন। আহতদেরকে উপজেলার বিভিন্নস্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, বাসটি অতিরিক্ত গতিতে চালানোর ফলে এ ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
সরেজমিন ও প্রত্যক্ষ্যদর্শী সুত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রিবাহী বাস বেপরোয়া গতিতে চালিয়ে এসে উপজেলার বালীগ্রাম এলাকার কর্নপাড়া নামকস্থানে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়।
এতে করে বাসটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এসময় বাসের ২০ জন যাত্রী মারাত্মক ভাবে আহত হন। পরে স্থানীয় জনতা আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালকিনি ও মাদারীপুর হাসপাতালে পাঠিয়েছেন। তবে নিহতের কোনো ঘটনার খোজ পাওয়া যায়নি।
প্রত্যক্ষ্যদর্শী আহাদ হোসেনসহ বেশ কয়েকজন জানান, বেপরোয়া গতিতে চালানোর কারণে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গিয়ে যাত্রীরা আহত হলে আমরা স্থানীয় লোকজন মিলে তাদের উদ্ধার করি।
এ ব্যাপারে ডাসার থানার ওসি হাসানুজ্জামান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি উদ্ধার করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/