বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কর্ণফুলী-৪ লঞ্চের তলা ফেটে বরিশালের মেহেন্দিগঞ্জের কাছে একটি চরে আটকে গেছে।
এদিকে আজ শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল ৭টায় চরফ্যাশন থেকে ঢাকাগামী অপর একটি লঞ্চ কর্ণফুলী-১৩ আটকে পড়া লঞ্চের যাত্রীদেরকে তুলে নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।
জানা গেছে, রাত ২টার দিকে তাদের লঞ্চটি আটকে যাওয়া লঞ্চের যাত্রীদেরকে তুলে নেয়ার চেষ্টা করে । কিন্তু কুয়াশা বেশি থাকায় ভোর প্রর্যন্ত অপেক্ষা করতে হয়। ভোরে কুয়াশা কমলে যাত্রীদেরকে তুলে নিয়ে কর্ণফুলী-১৩ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
-বৈশাখী নিউজ/Boishakhi News
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/