বাগেরহাট প্রতিনিধিঃ মোংলায় পৃথক দুই অভিযানে ৬শ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মোংলা থানা পুলিশ।
সোমবার (২৪ এপ্রিল) পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয় বলে এ তথ্য নিশ্চিত করেন মোংলা থানা পুলিশের ইনচার্জ (ভারপ্রাপ্ত) বিকাশ চন্দ্র ঘোষ।
আটককৃতরা হলেন- রামপাল থানার ভেকটমারী এলাকার তরুন ঘরামির ছেলে দিপু ঘরামি (৪০) ও কুমিল্লার নাঙ্গলকোট বায়ারা এলাকার মোমতাজ মিয়ার ছেলে নুরুল আলম।
মোংলা থানা পুলিশের ইনচার্জ (ভারপ্রাপ্ত) বিকাশ চন্দ্র ঘোষ জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে মোংলা থানার এস আই মামুন শেখের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় দিগরাজ এলাকা থেকে দিপু ঘরামিকে ৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। অপর অভিযানে টি এ ফারুক স্কুল রোড এলাকা থেকে নুরুল আলম শামীমকে ৬শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
এ দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/