সিলেটে পৌঁছে তিন ওলির মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল ১০টা ৪৭ মিনিটে বিজি-১২১১ ফ্লাইটযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান তিনি।
সেখান থেকে তিনি সরাসরি হযরত শাহজালাল (র.) মাজারে যান জিয়ারতে। সকাল ১১টা ৫২ মিনিটে শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করে বেরিয়ে তিনি শাহপরান (র.) মাজারের উদ্দেশে রওনা হন। শাহপরান (র.) ও গাজী বুরহান উদ্দিন (র.) মাজার জিয়ারত শেষে তিনি সার্কিট হাউসে যান।
বিকেল ৩টার দিকে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। জনসভা শেষে বিকাল সাড়ে ৪টার ফ্লাইটে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
-বৈশাখী নিউজ/Boishakhi News
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/