রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হয়েছে। এ সময় জেলার পাংশাতেও বৃষ্টি হওয়ার সময় বৃষ্টির মধ্যে ৫কেজি ওজনের একটি শিলা পাওয়া গেছে।
শনিবার বিকেলে পাংশা উপজেলার চান্দুর মোড় এলাকায় ৫ কেজি ওজনের একটি শিলা উদ্ধার করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, শিলা তো আর আমার হাতে এসে পড়েনি অথবা পড়ার পরও কেউ আমার হাতে জমা দেয়নি। আমি বিষয়টি শুনেছি মাত্র।
স্থানীয়দের দাবি, এত বড় আকৃতির শিলা আগে কোনোদিন দেখা যায়নি। বিকাল সাড়ে ৪টার দিকে এত বড় শিলা দেখতে পাওয়া গেলে সেটি মাপা হয়। যার ওজন হয় ৫ কেজি।
তবে এত বড় আকৃতির শিলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টিকে কেউ কেউ দোকান থেকে আনা বরফ বলেও জানাচ্ছেন ও আলোচনা করছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/