লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে সুস্মিতা রানী (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তবে, গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সুবর্ণ রায় ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শনিবার সকালে স্বামীর সঙ্গে গৃহবধূ সুস্মিতা রানীর কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে আহত হন সুস্মিতা রানী। পরে বাড়িতেই তার মৃত্যু হয়। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী ও শাশুড়িকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/