রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে সকাল সাড়ে ১০টায় শহরের বাজলা স্কুল থেকে থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ডা. আবুল কাশেম ময়দান চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী. জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মহসিন আলী, জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকতসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা শ্রমিকদের দাবি আদায়ের ব্যাপারে মালিক পক্ষকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/