সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের রমিজ উদ্দিন নামের এক চাষির ৭০ শতাংশ জমির মাচায় আবাদ করা পটল গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগী জানান। কৃষক রমিজ উদ্দিন ওই গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে ও এক সন্তানের জনক।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৪ মে) সকালে ওই পটল ক্ষেতে গেলে এমন সর্বনাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন রমিজ উদ্দিন। তিনি ৩৫ হাজার টাকায় বছর চুক্তিতে ৭০ শতাংশ জমি বন্ধক রেখে ৬ মাস আগে পটলের চাষ করেন।
ক্ষতিগ্রস্ত কৃষক রমিজ উদ্দিন বলেন, চারা রোপন থেকে শুরু করে এ পর্যন্ত তার খরচ হয়েছে ৯০ হাজার টাকা। এখন পটল বিক্রি করার সময় চলছে। কে বা কারা রাতের আধারে শত্রুতা করে আমার ক্ষেতের ফলন্ত পটল গাছ কেটে ক্ষতি করেছেন তাদের পরিচয় নিশ্চিত না হতে পেরে আহাজারি করেন তিনি।
সায়েস্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম জানান, যারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে নিরীহ কৃষকের ক্ষতি করেছে, তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি ।
সিংগাইর উপজেলা কৃষি অফিসার হাবিবুল বাশার চৌধুরী বলেন, বিষয়টি আমি খোঁজ খবর নিয়ে দেখছি।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/