আইপিএলে এক ম্যাচ খেলে ঢাকায় ফেরেন লিটন দাস। পারিবারিক ব্যস্ততা শেষে ইংল্যান্ডের ফ্লাইটও ধরেছেন তারকা এ ওপেনার। বাংলাদেশের জার্সি গায়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন। তবে লিটনের দল কলকাতা নাইট রাইডার্সও (কেকেআর) বসে নেই। তার বদলি ক্রিকেটার নিয়েও ফেলেছে।
লিটনের বদলি হিসেবে কেকেআর দলে টেনেছে জনসন চার্লসকে। আইপিএলের এবারের আসরের বাকি সময়টা লিটনের অনুপস্থিতিটা পুষিয়ে দেবেন দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার। ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে এবারই প্রথম আইপিএলে খেলতে যাচ্ছেন ৩৪ বছরের চার্লস। তবে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন এর আগে।
২০১২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বজয়ী দলের সদস্য ছিলেন চার্লস। টপঅর্ডার ব্যাটিংয়ে তিনি বেশ অভিজ্ঞ। ক্যারিয়ারের ২১৯ ইনিংসের মধ্যে ১৭৯ ইনিংসেই করেন ওপেন। তার ব্যাটিং গড় ২৫.৪৭ আর স্ট্রাইকরেট ১২৫.৭২।
চার্লস ওয়েস্ট ইন্ডিজ দলের বাইরে ছিলেন ছয় বছর। ২০২২ সালের অক্টোবরে ফিরে খেলেন সাতটি টি-টোয়েন্টি। মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯ বলে করেন সেঞ্চুরি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/