তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধোলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (০৭ মে) সকালে ওই তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
জানা যায়, গণিত পরীক্ষায় অসুদাপায় অবলম্বনের কারণে উপজেলার হিদাডাঙ্গা মাদ্রাসার দু'জন ও গোপালপুর মাদ্রাসার একজনসহ মোট তিনজন দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এ সময় দায়িত্বপ্রাপ্ত দু'জন শিক্ষককেও (আলহেরা দাখিল মাদ্রাসার সহকারি সুপার মো. আব্দুল হালিম ও শিয়ালদী মাদরাসার সহকারী মৌলভী মো. আফজাল হোসেন) দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।
এব্যাপারে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক বলেন, পরীক্ষার শৃঙ্খলা রক্ষাতে ও অসদুপায় অবলম্বন করায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্বপ্রাপ্ত দুই'জন শিক্ষককে দায়িত্ব পালন থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/