প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেলেও ম্যাচে আধিপত্যে বিস্তার করে খেলেছে বাংলাদেশ। শঙ্কা রয়েছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ মাঠে গড়ানো নিয়েও। কেননা আজও রয়েছে বৃষ্টির শঙ্কা। তবে সবঠিক থাকলে আজ শুক্রবার বিকাল ৩টা ৪৫ মিনিটে চেমসফোর্ডে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামার আগে অবশ্য গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পেসার শরীফুল ইসলাম। ম্যাচের পরিকল্পনা নিয়ে এই পেসার বলেন, ‘অবশ্যই আমরা জয়ের জন্যই নামব। অন্য কোনো পরিকল্পনা নেই। বেসিকটাই আমরা যেন জয়টা চিনিয়ে আনতে পারি।’
ইংল্যান্ডের কন্ডিশনে আসলে পেসারদের জন্য কতটা সহায়ক। এমন প্রশ্নের জবাবে শরীফুল বলেন, ‘আসলে সব ফাস্ট বোলারই চায় এরকম কন্ডিশনে খেলতে, বল করতে। আমাদের কাছে ভালোই লাগছে বোলিং করতে।’
পেস সসহায়ক উইকেট যেহেতু সে কারণে নতুন বলে আসলে কেমন সুবিধা পাচ্ছেন শরীফুল বলছিলেন, ‘গত ম্যাচে আমরা নতুন বলেই বোলিং করেছি। পুরোনো হওয়ার আগেই বৃষ্টি হয়েছিল। ভালোই সুইং পাওয়া যাচ্ছিল, এক্সট্রা বাউন্স ছিল, মুভমেন্ট ছিল ভালো।’
ধারণা করা হচ্ছে প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও একই একাদশ নিয়ে নামবে বাংলাদেশ দল। সেক্ষেত্রে এই ম্যাচেও একাদশে না দেখার সম্ভাবনা বেশি ইয়াসির রাব্বির জন্য।
বাংলাদেশ (সম্ভাব্য একাদশ)- তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/