গাউছ-উর রহমান, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে নিখোঁজ হওয়ার একদিন পরে নদী থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার সকালে মাদারীপুর (আচমত আলী খান সেতুর পাশ্ববর্তী) কুলপদ্দি এলাকায় ইটভাটা সংলগ্ন আড়িয়াল খাঁ নদী থেকে উক্ত লাশটি উদ্ধার করা হয়।
গতকাল দুপুরে গোসল করতে নেমে নেমে মোনায়েম ইসলাম শুভ্র (১৯) নামে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির এই শিক্ষার্থী গতকাল নিখোঁজ হয়েছিল।
নিখোঁজ শিক্ষার্থী মোনায়েম ইসলাম শুভ্র মাদারীপুর
ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির রেডিও গ্ৰাফি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার দেশের বাড়ি রাজশাহী জেলায়।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি।
আমাদের ৬ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। তবে তাকে রাতে খুঁজে পাওয়া না গেলে। সকালে আড়িয়াল খাঁ নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বন্ধুদের সাথে গোসল করার সময়ে সাঁতার না জানায় ওই শিক্ষার্থী পানিতে ডুবে নিখোঁজ হয়েছে বলে জানতে পেরেছি। ফায়ার সার্ভিসের সাথে পুলিশ সদস্যরা তাকে সকালে উদ্ধার করেছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/