মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান কে নৌকা প্রতীক এ নির্বাচিত করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্র লীগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয় কমিটির সদস্যদের সাথে গাজীপুর মহানগর ছাত্রলীগ এবং এর অন্তর্গত থানা ও ওয়ার্ড ছাত্রলীগের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
অনুষ্ঠান ভার্চুয়ালি যোগ দেন এবং মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হোসেইন সাদ্দাম ও অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ কাজল।
এ সময় গাজীপুর মহানগর ছাত্রলীগ এবং এর অন্তর্গত থানা ও ওয়ার্ড ছাত্রলীগের নেতা কর্মি উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/