ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন।
সোমবার (১৫ মে) দুপুরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, উপাচার্য মহোদয় শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল জলিল পাঠানকে অবসায়ন ঘটিয়ে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ.বি.এম. জাকির হোসেনকে হলের প্রাধ্যক্ষ হিসেবে স্থলাভিষিক্ত করেছেন।
আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সকল সুযোগ-সুবিধা পাবেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন বলেন, প্রশাসন আমাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি খুবই আনন্দিত। চেষ্টা করব যেনো আমি আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি।
হলের সকল সমস্যাগুলো হাউজ টিউটর ও হল সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কথা বলে চিহ্নিত করে সেগুলো উৎরানোর চেষ্টা করব।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/