মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ১২ বছর বয়সী স্কুল ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে মুখে গামছা বেঁধে জোরপূর্বক ধর্ষনের অভিযোগের মামলার প্রধান আসামী সাকিব হোসেনকে ঘটনার ১১ দিন পর রাজধানীর তেজগাও হতে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৭মে) সকালে বরিশাল র্যাব-৮ এর সদর দপ্তরে এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানানো হয়।
গত (৫মে) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের সময় রাজাপুর উপজেলার বাইপাস মোড় দিঘি এলাকার পাড়ে এ ঘটনা ঘটে।
খালার বাসা থেকে তার নিজ বাসায় ফেরার পথে রাস্তা হতে তুলে নিয়ে বাগানের মধ্যে মুখে গামছা বেঁধে জোরপূর্বক ধর্ষন করে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে দিন রাতে রাজাপুর থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করে ওই ছাত্রীর পরিবার।
সংবাদ সন্মেলনে বরিশাল র্যাব ৮ এর অধিনায়ক মাহমুদুল হাসান জানায়, আসামীর সাথে কথা বলে জানতে পারি আসামি মাদকাশক্ত এবং ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো, তার একটা টার্গেট ছিল এই মেয়েকে সে ধর্ষন করবে।
র্যাব ৮ ও র্যাব ১০ যৌথ আভিযান চালিয়ে ঢাকার তেজগাও এলাকা থেকে (১৬মে) বিকেলে আসামিকে গ্রেফতার করে রাজাপুর থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/