শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে একাধিক মাদক মামলার চিহ্নিত আসামী রহিমা বেগম শুকটি’সহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ৩ গ্রাম হেরোইন ও ৫২০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা কোচকুড়িপড়া এলাকার জফির কাজির ছেলে জাহাঙ্গীর, চা-বাগান এলাকার নজরুল ইসলামের স্ত্রী রহিমা বেগম শুটকি ও সান্তাহার ইউনিয়নের উৎরাইল গ্রামের মৃত জালাল আহম্মেদের ছেলে জাহাঙ্গীর আলম এবং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত আয়েজ উদ্দীনের ছেলে আজিজুল ফকির।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে মাদকসহ চার কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় তাদের তল্লাশি করে ৩ গ্রাম হেরোইন ও ৫২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/