ইবি প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রবিবার (২১ মে) রাত সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোরের শাখা ছাত্রলীগের দলীয় কার্যালয় হতে মিছিলটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের নেতৃত্বে প্রতিবাদ মিছিলে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রহলের নেতাকর্মীরা অংশ নেয়। এসময় আরো উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় সাহা টনি, নাইমুল ইসলাম জয়, যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন মজুমদার সহ হলশাখার নেতাকর্মীরা।
মিছিলে নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর পক্ষে নানা স্লোগান দিতে দেখা যায়। এছাড়াও শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাদের বিচার চাওয়া হয়।
উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীতে বিএনপির একটি সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া হয়। যার প্রতিবাদে দেশব্যাপী মিছিলের ঘোষণা দেয় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনগুলো।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/