সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে জাহিদ নামের এক লাইনম্যানের হাতে মারধরের শিকার হয়েছেন কাটা সিএনজি চালক লিটন হোসেন (২৪)।
সোমবার (২২ মে)সকালে সিংগাইর বাস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
প্রতিবাদে দুপুরে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী কাটা সিএনজি চালকেরা ধর্মঘট করেন।
ঐক্যবদ্ধ হয়ে তারা মহাসড়কের পাশে উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামের হানিফের ভিটায় অবস্থান নেন। এতে ভোগান্তিতে পড়েন রাস্তায় চলাচলকারী যাত্রী সাধারণ।
ভুক্তভোগী চালক লিটন হোসেন বলেন, সোমবার সকালে সিংগাইর বাসস্ট্যান্ডে জিপি ফান্ডের নামে টাকা চেয়ে তাকে লাইনম্যান জাহিদ মারধর করে।
তিনি আরো বলেন, প্রত্যেক দিন গাড়ি নিয়ে বের হলেই উপার্জন হোক কিংবা না হোক, তাদের বাধ্যতামূলক ৭০ টাকা দিতে হয়।
প্রতিবাদকারী অন্যান্য চালকেরা অভিযোগ করে বলেন, আমাদের কাছ থেকে একটি সিন্ডিকেট চক্র টাকা তুলে, আবার কিছু হলে আমাদের চালকদেরই মারধর করে।
এ জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছেন বলে জানান। অভিযুক্ত লাইনম্যান জাহিদ হোসেনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে কাটা সিএনজি চালক সমিতির সভাপতি মো. আফজাল হোসেন বলেন, ঐক্যবদ্ধ চালকদের সাথে আলাপ-আলোচনা করে দ্রুত ওই লাইনম্যানকে সরিয়ে সমস্যার সমাধান করা হবে। যার জন্য থানায় কোনো অভিযোগ করা হয়নি ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/