ভারতের মহারাষ্ট্রের বুলধানা জেলায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন।
মঙ্গলবার সকালে নাগপুর-পুনে মহাসড়কে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হলে এ হতাহতে ঘটনা ঘটেছে।
বাসটি পুনে থেকে বুলধানার মেহেকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক বাসটিকে ধাক্কা মারে।
এতে ঘটনা স্থলেই মারা যান ৫ জন। বাকী দু’জনের মৃত্যু হয় হাসপাতালে।
নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/