এম.এ.জলিল রানা,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে রাতের আঁধারে এক কৃষকের ৩শত পিস কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৩ মে) গভীর রাতে সদর উপজেলার দেবিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
ইউনুস আলী জানিয়েছে, নিজের এক বিঘা জমিতে ৩শ কলাগাছ লাগিয়েছিলেন তিনি।
কিন্তু সোমবার রাতে তার অজান্তে দুর্বৃত্তরা জমির সব কলাগাছ কেটেফেলেছে। এতে তার ক্ষতি হয়েছে প্রায় দেড় লাখ টাকারও বেশি ।
তিনি আরোও জানান,জমিজমা নিয়ে আমার গ্রামের একজনের সাথে বেশ কিছু দিন ধরে ঝামেলা চলছে আর এ কারণে শত্রুতা করে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে আমার ধারনা।
তবে আমার সাথে শত্রুতা থাকতে পারে, কিন্তু তাই বলে ফসলের সাথে এমন শত্রুতা করলো! জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।
এ ব্যপারে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, এখনো থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/