এম.এ.জলিল রানা, জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ স্কাউটস হলেন বাবা-ছেলে।
জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক ও শ্রেষ্ঠ স্কাউটস নির্বাচিত হয়েছেন জেলার আক্কেলপুর উপজেলার সরকারি ফজর উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয় থেকে।
ওই বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিষয়ের ছানোয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক এবং তাঁরই ছেলে দশম শ্রেণির ছাত্র সাদেকুর ফেরদৌস রাহুল শ্রেষ্ঠ স্কাউটস নির্বাচিত হয়েছেন।
২৪ মে বুধবার এ বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ জেলা কমিটির সদস্য সচিব আব্দুর রাজ্জাক।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলা নির্বাচন কমিটি ২৩ মে মঙ্গলবার এই ফলাফল প্রকাশ করেন।
অন্যদিকে বাবা-ছেলের এ সাফল্যে তাঁদের অভিনন্দন জানিয়েছেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ও আক্কেলপুর পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী।
জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক জানিয়েছেন , ‘প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলেই তাদের ডেটাবেইস আমাদের কাছে পাঠিয়েছে সেটি যাচাই-বাছাই করেছি।
এ ছাড়া প্রতিযোগীদের পেপার বেইস ও তাৎক্ষণিক কো-কারিকুলাম অ্যাক্টিভিটিজ দেখে শুনেই নম্বর দেওয়া হয়।
ফলে সবদিক বিবেচনা করেই জেলার শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক ও শ্রেষ্ঠ স্কাউটস নির্বাচিত হয়েছে আক্কেলপুর সরকারি ফজর উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয় থেকে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/