সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযান চালিয়ে ৮০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল শুক্রবার রাতে সিংগাইরের উত্তর চারিগ্রাম ও ঋষিপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৭ মে) সকাল ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার উত্তর চারিগ্রাম এলাকার শামীম দেওয়ান, বিনোদপুর মহল্লার ইকবাল হোসেন ও মো. আলম।
পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে সিংগাইর উপজেলার উত্তর চারিগ্রাম থেকে ২০ গ্রাম হেরোইনসহ শামীম, ঋষিপাড়া বিনোদপুর থেকে ৪০ গ্রাম হেরোইনসহ ইকবাল ও আরো ২০ গ্রাম হেরোইনসহ আলমকে গ্রেপ্তার করা হয়।
তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা ও চলমান রয়েছে।’
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/